May 12, 2025
আঞ্চলিক

নগরীতে এবার ১৩ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

 

দ: প্রতিবেদক

খুলনায় ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মোঃ মিলন নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে নগরীর হরিণটানা থানা পুলিশ। গতকাল বুধবার সকালে নগরীর বয়রা শ্মশান ঘাটের বিপরীতে আল আকসা এলাকার নিজ বাড়ি থেকে মিলনকে গ্রেফতার করা হয়। মিলন ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।

এর আগে বুধবার সকালে শিশুর মা বাদি হয়ে ধর্ষক মিলনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হরিণটানা থানায় মামলা দায়ের করেন। এর আগে শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও হরিণটানা থানার এস আই দীপক কুমার পাল জানান, শিশুটির বাড়িও আল আকসা এলাকায়। গত ২৮ জুন বিকালে শিশুটির বাবা ও মা বাড়িতে ছিলো না। এই সুযোগে বখাটে মিলন তাদের ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়। নির্যাতনের পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মাকে জানায়। কিন্তু উল্টো শিশুটিকে দোষারোপ করা হতে পারে এমন আশংকায় শিশুর মাও ঘটনা আড়ালের চেষ্টা করেন। শিশুটির অবস্থার অবনতি হলে বুধবার ভোরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশের আশ্বাসে ওই সময় হরিণটানা থানায় তিনি বাদি হয়ে মামলা করেন। মামলায় শুধুমাত্র মিলনকেই আসামি করা হয়েছে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *