নগরীতে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
দ: প্রতিবেদক
নগরীতে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬) আটক মোঃ কামরুজ্জামান (৩২) সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা শ্মশানঘাট এলাকার বশির সাহেবের বাড়ির ভাড়াটিয়া। সে মাদারীপুরের রাজৈর উপজেলার হাসানকান্তি এলাকার মোঃ সুলতান মাতুব্বরের ছেলে।
র্যাব-৬ জানায়, গতকাল মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে এএসপি মোঃ মাহবুব-উল-আলম এর নেতৃত্বে র্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা মডেল থানাধীন ১৬ নং ওয়ার্ডস্থ শ্মশানঘাট এলাকায় জনৈক সৈয়দ বাশিরের ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা, ১টি মোবাইল ফোন, ২টি সীমকার্ড, ১টি মেমোরীকার্ড ও ১টি ডিজিটাল ওয়েট মেশিনসহ উদ্ধার করেন। পরবর্তীতে আটককৃত আসামীকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।