January 20, 2025
আঞ্চলিকলেটেস্ট

নগরীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ১’শ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (সদর ও মিডিয়া) কানাই লাল সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- নগরীর ৫নং মাছ ঘাট এলাকার আমিন উদ্দিন হাওলাদারের পুত্র গাউস ওরফে কুলি গাউস (৪০) ও লবণচরা থানাধীন কৃষ্ণনগরের মোহর আলীর পুত্র মোঃ রেজাউল করিম শেখ (৫২)। আটক গাউসের কাছ থেকে ১’শ পিস ইয়াবা ও রেজাউলের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *