নগরীতে ইয়াবাসহ আটক ২
দ: প্রতিবেদক
খুলনায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হলেন দৌলতপুরের মহেশ্বরপাশা দিঘীরপাড় এলাকার মোঃ লুৎফর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান আশিক (২২) ও মিরেরডাঙ্গা এলাকার কাজী জসিমের ছেলে কাজী সাজ্জাদুল রহমান @ রোবো (২২)।
কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গতকাল সোমবার বেলা পৌনে ১২টার দিকে দৌলতপুর থানাধীন দৌলতপুর বাসষ্ট্যান্ডের বিপরীতে ফুজি কালার ল্যাব স্টুডিও এর সামনের এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।