December 26, 2024
আঞ্চলিকলেটেস্ট

নগরীতে ইজিবাইকের লাইসেন্স ফরম বিতরণ শুরু

দ: প্রতিবেদক
খুলনা শহরে ইজিবাইক চলাচলের অনুমতি দেওয়া সংক্রান্ত আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে গতকাল সোমবার সকাল ১০টায় নগর ভবনে একজন ইজিবাইক চালকের হাতে ফরম তুলে দেওয়ার মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। যা চলবে আগামী ১৫ দিন। প্রতি ফরমের মূল্য ৫শ’ টাকা। চার বছর পর শহরে ইজিবাইক চলাচলের লাইসেন্স দেওয়া শুরু হলো।
কেসিসির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইজিবাইক মালিক ও চালকরা। এতে শহরের সড়কে শৃঙ্খলা ফিরে আসছে বলে মনে করছেন শহরবাসী। তবে শহরের স্থায়ী বাসিন্দা হওয়ার ক্ষেত্রে মালিকদের ব্যাপারে কড়াকড়ি করলেও চালকদের ব্যাপারে নিয়মটা শিথিল করার দাবি জানান চালকরা। ইজিবাইক লাইসেন্সের আবেদন ফরম মূল্য ৫শ’ টাকা ও ইজিবাইক লাইসেন্সের মূল্য ১০ হাজার টাকা করা হয়েছে। এটা একজন চালকের জন্য বেশি বলে মনে করছেন অনেক চালক।
কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার এস কে এম তাছাদুজ্জামান বলেন, অফিস চলাকালীন সময় নগর ভবন থেকে এ ফরম সংগ্রহ করা যাচ্ছে। ইজিবাইক লাইসেন্স ফরম নিতে গেলে চালক বা মালিককে শহরের স্থায়ী বাসিন্দার ভোটার আইডি কার্ডের ফটোকপি, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, ইজিবাইকের মালিকানার কাগজপত্রসহ আরও কিছু আনুষঙ্গিক কাগজপত্র লাগছে। এসব কাগজপত্র গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে ফরমের সঙ্গে সংযুক্ত সাপেক্ষে জমা দিতে হচ্ছে।
তিনি জানান, ইজিবাইক মালিক ও চালকদের বিষয়টি অবগত করতে এ ব্যাপারে সোমবার থেকে শহরে কেসিসির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। ১০ হাজার ফরম বিক্রির টার্গেট নেওয়া হয়েছে। ফরম বিক্রি শেষে তা যাচাই-বাছাই করে মেয়র প্রকৃত মালিক ও চালকদের মধ্যে ইজিবাইক চলাচলের অনুমতিপত্র দেবেন।
এর আগে গত ১৫ জানুয়ারির পর থেকে খুলনা শহরে ইজিবাইক ঢোকা ও বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। এজন্য শহরে আটটি চেকপোস্ট বসানো হয়েছে। যার কাজ এখনও চলছে। যানজট নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *