নগরীতে ইজিবাইকের ধাক্কায় মটরসাইকেল আরোহী আহত
দ: প্রতিবেদক
খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে ইজিবাইকের ধাক্কায় মটরসাইকেল আরোহী মোঃ শফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিক শিবাবড়ি মোড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টায় মটরসাইকেল যোগে প্রতিদিনকার মত অফিসের কাজে শিববড়ি মোড় থেকে যাচ্ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিকরন দ্বিতীয় পর্যায়ের প্রকল্প এর খুলনা জেলা সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম। এ সময় শিববাড়ি মোড় পার হওয়ার সময় একটি ইজি বাইক হঠাৎ করে মোড় ঘুরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ শফিকুল ইসলামের মটরসাইকেলের সাথে সংঘর্ষ ঘটায়। এতে মোঃ শফিকুল ইসলাম চলন্ত গাড়ি নিয়ে রাস্থায় পড়ে গুরুতর আহত হয় এবং মটরসাইকেলটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাৎক্ষনিক আশ পাশের মানুষ তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত অবস্থায় বাড়িতে পাঠিয়ে দেন। এবং দূর্ঘটনায় কবলিত হিরো এইচ এফ ডিল্যাক্স ঢাকা মেট্রো হ- ৩৪-৫৬০০ মটরসাইকেলটি একটি ভ্যানে করে গ্যারেজে পাঠিয়ে দেন পথচারিরা। এবং কিছু বুঝে উঠার আগেই ইজি বাইক চালক তার গাড়ি নিয়ে দ্রæত স্থান ত্যাগ করেন।