January 21, 2025
আঞ্চলিক

নগরীতে ইজিবাইকসহ চোর আটক

দ: প্রতিবেদক

খুলনায় চোরাই ইজিবাইকসহ মোঃ খায়রুল জমাদার (৩৪) নামে একজন চোরকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৬)। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তাকে লবণচরা এলাকা থেকে আটক করা হয়। সে লবণচরা মাথাভাঙা এলাকার মৃত রফিজ উদ্দিন জমাদ্দারের ছেলে।

র‌্যাবের স্পেশাল কোম্পানী কমাণ্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম পিপিএম জানান, লবণচরা থানাধীন ৩১নং ওয়ার্ড সুইচ গেট এলাকায় একজন ব্যক্তি চোরাইকৃত ইজিবাইক ক্রয়-বিক্রয় এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত আসামীর দখলে থাকা ১টি ইজিবাইক উদ্ধার করেন।

তিনি আরও জানান, উক্ত ইজিবাইকটি মোক্তার হোসেন রোড সংলগ্ন জুয়েল এর অটো রিক্সা গ্যারেজের মধ্য থেকে চুরি করে নিয়ে আসে ওই ব্যক্তি। এ ঘটনায় ইজিবাইকের মালিক মোঃ সেলিম রেজা বাদী হয়ে তার বিরুদ্ধে লবণচরা থানায় একটি মামলা দায়ের করেন। আসামীকে লবণচরা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *