নগরীতে অস্ত্র ও গুলিসহ মাদক ব্যবসায়ী মিঠু আটক
দ: প্রতিবেদক
নগরীতে অভিযান চালিয়ে দেশীয় পিস্তল ও পিস্তলের এক রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী ও কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহাজান কবির মিঠুকে আবারও গ্রেফতার করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোনাডাঙ্গা থানাধীন সঙ্গিতা সিনেমা হলের আশ-পাশ এলাকা থেকে মিঠুকে একটি দেশীয় পিস্তল ও এক রাউন্ড পিস্তলের গুলি এবং ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, আসামী শাহাজান কবির মিঠু সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা ফারাজি লেনের মৃত আমির হোসেন বাদলের ছেলে। আসামীর বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে সাতটি মামলা রয়েছে।