নগরীতে অস্ত্রধারী সন্ত্রাসী আটক
দ: প্রতিবেদক
নগরীতে অভিযান চালিয়ে ওয়ান শুটারগানসহ অস্ত্রধারী সন্ত্রাসী রাজীব হোসেন (২৪) কে আটক করেছে খানজাহান আলী থানা পুলিশ। সে খানজাহান আলী থানাধীন যোগীপোল ৭ নং ওয়ার্ডের মোঃ সুলতান সরদারের ছেলে। কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, রবিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে খানজাহান আলী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে আসামীকে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ আটক করে। তার বিরুদ্ধে খানজাহান আলী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ইতোপূর্বে উক্ত আসামীর বিরুদ্ধে খানজাহান আলী থানায় একটি ডাকাতি ও একটি চুরির মামলা এবং আড়ংঘাটা থানায় একটি খুনের মামলা রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।