নগরীতে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকায় আটক সাতজনকে কারাদণ্ড
দ: প্রতিবেদক
খুলনা মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত থাকায় সাতজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার দুপুরে সদর থানাধীন বড় বাজারস্থ আবাসিক হোটেল সোহাগ থেকে তাদের আটক করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে হোটেল ম্যানেজার কমল চক্রবর্তী (৫০), মোঃ ইসমাইল সরদার (৪০), মোছাঃ নিপা (২৫), মোছাঃ লিপি বেগম (৩০), মোছাঃ নাসরিন বেগম (২৮), ডালিম বেগম (৩০) ও রহিমা বেগম (৪৩) কে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালত, খুলনায় সোপর্দ করা হলে আদালত ১ ক্রমিক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হতে ৭নং ক্রমিক পর্যন্ত ব্যক্তিদের ৪ (চার) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।