নগরায়নে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান
বিশ্ব বসতি দিবস ২০২২ উদযাপন উপলক্ষে কেডিএ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কেডিএ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিলুর রহমান চৌধুরী। এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য হলো “বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি”।
কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ মোঃ আশিক উর রহমান। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, আইইবি খুলনার প্রেসিডেন্ট মোঃ আব্দুলাহ পিইঞ্জ, আইএবি খুলনার আহবায়ক গৌরী সংকর রায়, বিআইপি খুলনা চ্যাপ্টারের সেক্রেটারী মোঃ ইকবাল হোসেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ আশরাফ উজ জামান এবং কেডিএ সদস্য (প্রশাসন ও অর্থ) রুনু রেজা।
কেডিএ সচিব মোঃ তবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন নগর উন্নয়ন অধিদপ্তর, খুলনা, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, খুলনা, গণপূর্ত অধিদপ্তর, খুলনা এর প্রতিনিধিগণ এবং কেডিএ’র সার্বক্ষনিক সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনসাধারনের আস্থা বৃদ্ধিতে কেডিএ’র সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়া সমাজের সকল শ্রেণির লোকদেরকে পরিকল্পিত নগরায়নে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহŸান জানান।
সভাপতি সমাপনী বক্তব্যে বলেন, পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা কেডিএ’র অন্যতম মূল দায়িত্ব। তবে টেকসই নগরায়ন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদেরকে বিশেষ করে জমির মালিক স্থপতি, প্রকৌশলী এবং রিয়েল এস্টেট ব্যবসায়ীদেরকে বিদ্যমান ইমারত নির্মান বিধিমালা ও “বেসরকারী আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা -২০০৪” এর নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেন।
অনুষ্ঠান শুরুর পূর্বে প্রধান অতিথি সেবা সপ্তাহ (৩-৬ অক্টোবর, ২০২২) উদ্বোধন করেন। বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য প্রচারনার জন্য কেডিএর কর্মকর্তা/কর্মচারীগণ ৩টি ট্রাকে করে খুলনা মহানগরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে।