January 13, 2025
জাতীয়

নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে ৮ বাংলাদেশি আটক

দক্ষিণাঞ্চল ডেস্ক

বাংলাদেশ-ভারতের নওগাঁ সীমান্ত এলাকায় ভারতে অবৈধ প্রবেশের অভিযোগে আট বাংলাদেশিকে বিএসএফ আটক করেছে। বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম আরিফুল ইসলাম জানান, সোমবার রাতে বিএসএফ তাদের আটক করে। আটককৃতরা নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সোমবার রাতে পোরশা এলাকার ২০-২৫ জনের একটি দল সীমান্ত পেরিয়ে ভারতে যায় গরু আনার জন্য। গরু নিয়ে দেশে ফেরার পথে মঙ্গলবার ভোরে বিএসএফ সদস্যরা অভিযান চালিয়ে আটজনকে আটক করে। অন্যরা পালিয়ে দেশে চলে আসে।

বিজিবি কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, আটককৃতদের ফিরিয়ে আনার জন্য বিএিসএফের সঙ্গে যোগাযোগ ও পতাকা বৈঠকের আহŸান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *