নওগাঁয় বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
নওগাঁর মান্দা উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন; যিনি মাদক ব্যবসায়ী বলে পুলিশের ভাষ্য। নিহত আওরঙ্গজেব জিবু (৪৫) উপজেলার দেলুয়াবাড়ী বাজারের লবির উদ্দিনের ছেলে।
জেলার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বলেন, জিবু একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মান্দাসহ বিভিন্ন থানায় মাদকের ১০টি মামলা রয়েছে। তাকে সোমবার গোয়েন্দা পুলিশ আট করে। মঙ্গলবার রাত ৩টার দিকে তাকে সঙ্গে নিয়ে আরও মাদকের সন্ধানে অভিযানে নামে পুলিশ।
বাকাঁপুর ব্রিæজের পাশে দেলুয়াবাড়ী-চৌবাড়িয়া সড়কে জিবুর সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করে। গোলাগুলির চলাকালে জিবু নিহত হন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হওয়ায় তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।