নওগাঁয় নীলগাই উদ্ধার
দক্ষিণাঞ্চল ডেস্ক
নওগাঁর পতœীতলা উপজেলায় একটি নীলগাই উদ্ধার করা হয়েছে; যেটি ভারতে থেকে এসেছে বলে ধারণা সীমান্তরক্ষী বাহিনী বিজিবির। উপজেলা নির্মইল ইউনিয়নের ভারত-বাংলাদেশ সীমান্তের হাটশুইল এলাকা থেকে সোমবার সকালে নীলগাইটি উদ্ধার করা হয় বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান। এলাকাবাসী নীলগাইটিকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক লোকজন নীলগাইটি দেখার জন্য ভিড় করেন।
ইউপি চেয়ারম্যান আজাদ বলেন, “সকালে গ্রামের সীমান্ত এলাকায় নীল গাইটিকে ঘুরতে দেখে এলাকাবাসী। এরপর বিজিবি ও স্থানীয়রা মিলে গাইটিকে আটক করে।”
উপজেলা নিবার্হী কর্মকর্তার মাধ্যমে গাইটিকে রাজশাহী বন্যপ্রাণি সম্পদ বিভাগে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। ১৪ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জাহিদ হাসান জানান, নীলগাইটি ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রাণিটির মালিকানা দাবি করে কেউ চিঠি দেয়নি। এর আগে গত ২২ জানুয়ারি নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার এলাকা থেকে একটি নীলগাই উদ্ধারের পর সেটি দিনাজপুর জেলার রামসাগর চিড়িয়াখানায় পাঠানো হয়।