ধীরে ধীরে জমে উঠছে খুলনা বইমেলা
খবর বিজ্ঞপ্তি
গতকাল রবিবার ছিল একুশে বইমেলা, খুলনা’র ৩য় দিন। ধীরে ধীরে জমে উঠছে বইমেলা। স্টলগুলোতে আগমন বাড়ছে বইপ্রেমী ক্রেতা দর্শকদের। বিকাল ৪টায় বইমেলার মঞ্চে বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের বাচিক শিল্পীদের পরিবেশনায় আবৃত্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের অনুষ্ঠানমালার সূচনা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিশেনায় ছিল তারার মেলা এবং সুরের ভূবন এর শিল্পীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কিশোর কুমার বাড়ৈ, নূরুন নাহার মিতা এবং শাহরিয়ার আহমেদ। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক বইমেলার সাংস্কৃতিক আয়োজন উপভোগ করে।