ধান ক্রয়ের পরিমাণ বৃদ্ধির অনুরোধ ছাত্রলীগের
দক্ষিণাঞ্চল ডেস্ক
সরকারিভাবে কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ক্রয় এবং অঞ্চলভিত্তিক সরকারি ভাবে ধান ক্রয়ের পরিমাণ বৃদ্ধি করার অনুরোধ জানিয়ে দিনাজপুর জেলা ছাত্রলীগ স্মারকলিপি প্রদান করেছে। গতকাল রবিবার দিনাজপুর জেলা প্রশাসক বরাবর জেলা ছাত্রলীগ এ স্মারকলিপি প্রদান করে।
দিনাজপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর ইসলাম রাহুলের নেতৃত্ব ছাত্রলীগের নেতৃবৃন্দ জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বজলুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান সিঙ্গেল, আসাদুজ্জামান আসাদ, অমিত হাসান অমি, শাহরিয়া মেরাজ, জিয়া প্রমুখ।