ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিচ্ছে খুলনা জেলা ছাত্রলীগ
দ. প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদারের নেতৃত্বে বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে এক কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় প্রাণের টানে উৎসাহ দেওয়ার জন্য উপস্থিত হন সাবেক ছাত্রনেতা অসিত বরণ বিশ্বাস। খুলনা জেলা ও বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এ কাজে অংশগ্রহণ করেন।
জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার জানান, দেশে করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় অসহায় কৃষকরা লোকবল না থাকায় বিপাকে পড়েছিলো। কিভাবে ধান কাটবে, বাড়ি নিবে, মাড়াই করবে কোথা হতে অর্থ সংস্থান পাবে তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলো। এমনই এক ক্রান্তিলগ্নে অসহায় হয়ে পড়া কৃষকদের পাশে দাঁড়ানোয় গ্রামের কৃষকরা একটু হলেও আশার আলো দেখতে পাচ্ছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা ধান কাটা কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। খুলনার যেখানেই কৃষকরা ডাকবে, সেখানে গিয়েই ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে দিয়ে আসবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অরিন্দম গোলদার, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম লিখন, সাংগঠনিক সম্পাদক সুরোজিৎ মন্ডল, উপ সাংস্কৃতিক সম্পাদক রুদ্রনীল হালদার শুভ, সহ-সম্পাদক শেখ ইব্রাহীম, শফিকুল ইসলাম বুলু, কাজী আলিফ, ছাত্রনেতা মফিজুর ইসলাম সুমন, আসিক, সবুজ, প্রনাব, রাহুল ঘোষ দিপ্ত, মহাদেব ঘোষ প্রমূখ।