ধানমণ্ডিতে ‘জ্বলন্ত সিগারেট’ থেকে ঘরে আগুন
রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় আগুন লাগার কিছুক্ষণ পর তা নিভিয়ে ফেলা হয়েছে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়ে ফায়ার সার্ভিস বলেছে, জ্বলন্ত সিগারেট থেকে ওই বাসার একটি কক্ষের বিছানায় আগুন ধরে গিয়েছিল।
ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডির ১১/এ সড়কের পাঁচতলা একটি ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে ছুটে যায়।
“তবে তাদের যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস কর্মীদের কোনো কাজ করতে হয়নি।”