September 19, 2024
খেলাধুলা

ধাওয়ানকে ফিরে পেতে আশাবাদী কোহলি

 

 

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের পরের অর্ধে অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ানকে ফিরে পেতে আশাবাদী ভারতের অধিনায়ক বিরাট কোহলি। গত রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৭ রানের ইনিংস খেলার পথে প্যাট কামিন্সের বলে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান ধাওয়ান। কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে তা নিয়ে এখনও নির্দিষ্ট কিছু জানা যায়নি।

বৃহস্পতিবার নিউ জিল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে ধাওয়ানকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেন কোহলি। শিখরের হাতে দুই সপ্তাহ প্লাস্টার থাকবে, আমরা ব্যাপারটা পর্যবেক্ষণ করব। আর দেখাই যাক কি ঘটে।

আশা করি, (গ্র“প পর্বের) পরের অর্ধে ও সেমি-ফাইনালে তাকে পাওয়া যাবে।.. আমরা তাকে ফিরে পেতে চাই। ধাওয়ানের ‘বিকল্প’ হিসেবে উইকেট-কিপার ব্যাটসম্যান রিশাব পান্তকে ইংল্যান্ডে উড়িয়ে আনা হয়েছে। তবে এখনও বাঁহাতি ব্যাটসম্যানের পরিবর্তে কোনো খেলোয়াড়কে ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করার কথা জানায়নি ভারত বা আইসিসি।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *