November 28, 2024
জাতীয়লেটেস্ট

ধর্ষণের শিকার নারী-শিশুর পুনর্বাসনে ক্ষতিপূরণ কেন নয় : হাই কোর্ট

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

ধর্ষণের শিকার নারী-শিশুর পুর্নবাসনে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটি রূপরেখা (স্কিম) তৈরি করতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। সেই সঙ্গে নারী-শিশুদের সুরক্ষায় রাস্তায় চলাচলকারী যানবাহন সরকারের নজরদারিতে আনতে এবং যৌন হয়রানি বা যৌন সন্ত্রাস থেকে তাদের নিরাপত্তা ও সুরক্ষা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করে। পাশাপাশি রাজশাহীর মোহনপুরে আত্মহত্যা করা নবম শ্রেণির এক শিক্ষার্থী এবং ধর্ষণ-হত্যার শিকার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়েও রুল জারি করেছে আদালত।

স্বরাষ্ট্র সচিব, নারী শিশু মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সড়ক পরিবহন কর্তৃপক্ষ, আইনগত সহায়তাকারী সংগঠনের চেয়ারম্যান, পরিচালক, পুলিশ মহাপরিদর্শক, কিশোরগঞ্জ, রাজশাহীর পুলিশ সুপার, কিশোরগঞ্জের বাজিতপুর থানা এবং রাজশাহীর মোহনপুর থানার ওসিকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল হালিম, যিনি চিলড্রেনস চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের (সিসিবি ফাউন্ডেশন) চেয়ারম্যান।

গত ২৩ এপ্রিল প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় রাজশাহীর মোহনপুরের নবম শ্রেণির এক শিক্ষার্থী। পরে মোহনপুর-কালিগঞ্জ রাস্তায় সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় তাকে। মেয়েটিকে প্রথমে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

ওই ছাত্রীর বাবা গত ২৭ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিন জনকে আসামি করে অপহরণ ও শ্লীলতাহানির মামলা করেন। পুলিশ একজনকে আটকও করে। এরই মধ্যে ১৬ মে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মেয়েটি।

আর নার্সকে ধর্ষণ ও হত্যার ঘটনাটি ঘটে গত ৬ মে কিশোরগঞ্জের বাজিতপুরে স্বর্ণলতা পরিবহনের একটি বাসে। ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের ওই নার্সকে বাসটির চালক-সহকারীসহ পাঁচ-ছয়জন মিলে ধর্ষণের পর হত্যা করা হয়। ওই দুই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়ে গত ২৬ মে হাই কোর্টে রিট আবেদন করেন সিসিবির চেয়ারম্যান, যার শুনানি শেষে আদালত মঙ্গলবার রুল দিল।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *