ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিশ সদস্যের শাস্তির দাবি সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার
খবর বিজ্ঞপ্তি
খুলনার পিটিআই কেন্দ্রে কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত তরুনীকে ধর্ষণকারী পুলিশের এএসআই মোখলেছুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার নেতৃবৃন্দ।
ধর্ষণকারীর প্রতি নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন উপদেষ্টা অধ্যক্ষ দেলওয়ারা বেগম, অধ্যাপক মমতাজ বেগম বিজলী, সুতপা বেদজ্ঞ, সিলভী হারুন, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার প্রতিষ্ঠাতা ইসরাত আরা হীরা, মোঃ সাবির খান, সাজেদা ইসলাম, মোঃ আব্দুস সালাম শিমুল, খাদিজা কবীর তুলী, উল্লাসিনী সরকার, নুরুন্নাহার হীরা, শেখ হেদায়েত হোসেন, আফরোজা জেসমিন বীথি, সাঈদা আক্তার রিনি, ডাঃ সোহানা সেলিম, এ্যাড. শাকেরিন সুলতানা, এস,এম, মিশকাতুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নাজমুল হোসাইন, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ সবুজুল ইসলাম, নাজনীন জাহান সৌমী, সাবিনা ইয়াসমিন, মোঃ রাকিবুজ্জামান মানিক, কৃষ্ণা দাস, বনানী সুলতানা ঝুমু, খাদিজা খাতুন, তাবাস্সুম মুনিয়া, নিঝুমা হাসান শ্রুতি, জেরিন সুলতানা, লক্ষ্মী দাস প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়