ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে খুলনায় ইশা ছাত্র আন্দোলনের মিছিল
খবর বিজ্ঞপ্তি
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ৩টায় খুলনা জেলা ও মহানগরীর উদ্যোগে নগরীর পাওয়ার হাউজ মোড়ে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের আয়োজন করা হয়।
জেলা সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মইনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির আলোচনা রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য, খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন, ধর্ষকদের বিচার না হওয়ার কারণে সমাজে ধর্ষণের মাত্রা বেড়ে যাচ্ছে। তাই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় কার্যকর করতে হবে।
মিছিল পূর্ব সমাবেশে বিশেষ অতিথির আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান, নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দীন, ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য শেখ আমীরুল ইসলাম, হাফেজ আসাদুল্লাহ আল গালিব, মুফতি ইমরান হুসাইন, ইমরান হোসেন মিয়া, ইশা ছাত্র আন্দোলন মহানগর সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, যুব আন্দোলন জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাফিজুর রহমান, মাহদী হাসান, কাজী আল-আমিন, মুফতি আমানুল্লাহ।
সমাবেশে আরও বক্তৃতা করেন আব্দুস সালাম জায়েফ, কেএম মাহমুদুল হাসান, ইনামুল হাসান সাইদ, মঈন উদ্দিন, মাহদী হাসান মুন্না, নাইমুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, শাকির হোসেন, হাবিবুল্লাহ মেসবাহ, আবু বকর, সিদ্দিক রাসেক, গাজী মোঃ আব্দুল্লাহ, শরিফুল ইসলাম, ইয়ামিন মোল্লা, রিয়াজ হাওলাদার, ঈমাম হাসান, মোঃ ফেরদৌস, আমানুল্লাহ, আমির হোসেন প্রমুখ। সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন / এম জে এফ