ধর্মীয় অনুশাসন মেনে চললে অপরাধ কমে আসে : হুইপ
বটিয়াঘাটা প্রতিনিধি
জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ, কেন্দ্রীয় আ’লীগ উপ-কমিটির আইন বিষয়ক সদস্য, জেলা আ’লীগের সহ-সভাপতি পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, ধর্মীয় অনুশাসন মেনে চললে সমাজ এবং রাষ্ট্র থেকে অপরাধমূলক কর্মকান্ড কমে আসে। আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে রাষ্ট্রের সকল ধর্মের মানুষ স্ব-স্ব ধর্ম নির্বিঘেœ পালন করতে পারে। শেখ হাসিনার সরকার একটি অসম্প্রদায়িক সরকার। যুগে যুগে ঐশ্বরিক তরফ থেকে বিভিন্ন সময়ে মহামানব সমাজের কল্যানের জন্য আবির্ভাব হয়ে থাকেন। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তাদের মধ্যে অন্যতম। তিনি মানব কল্যাণের জন্য আবির্ভূত হয়েছিলেন।
বটিয়াঘাটার গুপ্তমারি-দাউনিয়াফাঁদ সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী গুরুচাঁদ ১৭৩ তম জন্মজয়ন্তী মতুয়া সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রবীণ ব্যক্তিত্ব সুধীন্দ্র কুমার ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন অবঃ প্রাপ্ত সচিব ও উপদেষ্টা প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার এ,এম কামরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, জেলা পূজা উদযাপন পরিষদ নেতা রতন কুমার মিত্র, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বিধান রায়, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক চয়ন বিশ্বাস, সাধারণ সম্পাদক যুবলীগ সভাপতি অনুপম বিশ্বাস, আ’লীগ নেতা নারায়ণ রায়, অধ্যাঃ অজিত কুমার বিশ্বাস ও ইউপি সদস্য অশোক মন্ডল। অধ্যাপক অনুপম টিকাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তৃতা করেন প্রবীণ চিকিৎসক ডাঃ তারিনী কান্ত মন্ডল, অবঃ সহকারি প্রধান শিক্ষক হরিপদ গাইন, অবঃ প্রধান শিক্ষক রনজিৎ মল্লিক,বীরমুক্তি যোদ্ধা অবঃ ব্যাংক কর্মকর্তা কার্ত্তিক বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান সনজিৎ মন্ডল, সমাজসেবক শান্তিরাম দত্ত, বীরমুক্তিযোদ্ধা বিনয় সরকার, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন রায়, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকতা বিকাশ রায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পিএ অমিতাভ মিস্ত্রী, ব্যবসায়ী রনঞ্জন মিস্ত্রী, পিএমজি কর্মকর্তা ক্ষিতিশ মন্ডল, আ’লীগ নেতা গোবিন্দ মল্লিক, সুবির মল্লিক, বিপ্লব মল্লিক, নির্মল বিশ্বাস, সাংবাদিক পরিতোষ রায়, সাংবাদিক শাহীন বিশ্বাস, সাংবাদিক বুদ্ধদেব মন্ডল, গৌতম রায়, রথীন মল্লিক, কুমারেশ গাইন, রথীন রায় প্রমূখ।
হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি এর পূর্বে বেলা ১১টায় আকস্মিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার সকল কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমান,থানার ওসি রবিউল কবীর, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বাঙ্কিম হালদার, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।