November 26, 2024
জাতীয়

ধর্মীয় অনুভূতিতে আঘাত: খালেদাকে গ্রেপ্তারের প্রতিবেদন ১৪ মার্চ

দক্ষিণাঞ্চল ডেস্ক
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জাতিগত বিভেদ সৃষ্টির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে জামিন শুনানির আদেশ দিয়েছেন ঢাকার একজন মহানগর হাকিম। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এ আদেশ দেন।
এর আগে গত সোমবার খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জামিন চেয়ে শুনানি করেন। বাদী পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জামিনের বিরোধিতা করেন। ওইদিন আদেশ পরে দেওয়ার কথা জানিয়েছিল আদালত।
মঙ্গলবার আদালত খালেদা জিয়াকে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে জামিন শুনানির আদেশ দেয়। একই সঙ্গে আদালত আগামী ১৪ মার্চ খালেদা জিয়াকে গ্রেপ্তারের প্রতিবেদন দাখিলের তারিখ ঠিক করে। সংশ্লিষ্ট আদালতের পেশকার রাকিব চৌধুরী এসব তথ্য জানান।
গত ২০ জানুয়ারি মামলাটিতে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই বিচারক। ২০১৪ সালের ২১ অক্টোবর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এ মামলা দায়ের করেন। খালেদা জিয়া ২০১৪ সালের ১৪ অক্টোবর বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইইবি) বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিতর্কীত মন্তব্য করেন। মামলাটিতে গত বছর ৩০ জুন খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *