November 26, 2024
আন্তর্জাতিক

দ. কোরিয়ায় শিশুদের মধ্যে করোনা সংক্রমণ বাড়ছে

দক্ষিণ কোরিয়ায় শিশুদের মধ্যে করোনায় আক্রান্তের হার বাড়ছে। ফলে স্কুলগুলোতে করোনা পরীক্ষার সংখ্যা ব্যাপকভাবে বাড়ানো হবে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। দেশব্যাপী স্কুলগুলো পুরোপুরি খুলে দেওয়ার কয়েক সপ্তাহ আগে ঊর্ধ্বমুখী শনাক্ত দেখছে দক্ষিণ কোরিয়া । বুধবার (৩ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাভাবিক জীবনে ফিরতে দক্ষিণ কোরিয়ায় সামাজিক দূরত্বের নতুন বিধি কার্যকরের পর করোনার এমন ঊর্ধ্বমুখী ঢেউ দেখা দিয়েছে। গত সোমবার নিয়মটি কার্যকর হয়। দ্রুত টিকা কার্যক্রম বাড়িয়ে করোনার সঙ্গে মানিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে দেশটির

দক্ষিণ কোরিয়ায় ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ করোনার দুই ডোজ টিকা নিয়েছে। সম্প্রতি ১২ থেকে ১৭ বছর বয়সীদেরও টিকা দেওয়া শুরু করেছে দেশটি। তবে তাদের মধ্যে মাত্র শূন্য দশমিক ছয় শতাংশকে এখন পর্যন্ত দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। যা প্রাপ্ত বয়স্কদের তুলনায় খুবই কম।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জিওন হে-চিওল বলেন, সবার মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে কারণ নতুনভাবে করোনার আক্রান্তে হার বাড়ছে বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কেন্দ্র করে।

তিনি বলেন, সরকার রাজধানী সিউল ও পার্শ্ববর্তী অঞ্চলের স্কুলে করোনা পরীক্ষার জন্য পোর্টেবল পলিমারেজ চেইন রিঅ্যাকশননের (পিসিআর) সংখ্যা বাড়াবে। অধিক ভিড়ের স্কুলগুলোতে আরও ভাইরাস প্রতিরোধীকর্মীদের নিয়োজিত করবেন বলেও জানান তিনি।

দক্ষিণ কোরিয়ায় আগামী ২২ নভেম্বর থেকে সব স্কুল সম্পূর্ণভাবে খুলে দেওয়া পরিকল্পনা রয়েছে।

দেশটিতে মঙ্গলবার নতুন করে দুই হাজার ৬৬৭ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে প্রায় এক-চতুর্থাংশই কিশোর-কিশোরী বলে জানিয়েছেন কর্মকর্তারা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *