দ. আফ্রিকায় চার্চের ছাদ ধসে নিহত ১৩
দক্ষিণাঞ্চল ডেস্ক
দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলের প্রদেশ কোয়া-জুলু নাতাল প্রদেশের ডারবান শহরে একটি চার্চের ছাদ ধসে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন। ভারী বর্ষণের কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় ডারবানের ড্লাংগুবো এলাকার ওই চার্চের ছাদটি ধসে পড়ে। সেসময় ওই চার্চে প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন বিপুলসংখ্যক মানুষ।
গতকাল শুক্রবার কোয়া-জুলু নাতালের প্রাদেশিক সরকারের মুখপাত্র লেনোক্স মাবাসো জানান, গত রাতে ভারী বর্ষণের এক পর্যায়ে চার্চ ভবনের ছাদ ধসে পড়ে। এখন পর্যন্ত ১৩ জনের প্রাণহানির খবর পেয়েছি। এছাড়া ১৬ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।