দ্বিতীয় রাউন্ডেও ক্লাসিক বোর্ড সেন্টারের জয়
৭ম আইফুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট
খুলনা টেক্সটাইল মিল্স কলোনী মাঠে অনুষ্ঠিত ৭ম আইফুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডেরও জয়রথ চলছে প্রথম রাউন্ডের একমাত্র অপরাজিত দল ক্লাসিক বোর্ড সেন্টারের। গতকাল সোমবার দ্বিতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে তারা হারিয়েছে নুরানী মহলা একাদশকে।
দিনের একমাত্র ম্যাচে বিকাল ৪টায় নুরানী মহলা একাদশকে ৫ উইকেটের ব্যবধানে পরাজিত করেছে ক্লাসিক বোর্ড সেন্টার। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৭৩ রান সংগ্রহ করে দলটি। জবাবে খেলতে নেমে ৯ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ক্লাসিক। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের অলরাউন্ডার রমিজ।
খেলা দুটি পরিচালনা করেন হাইপাওয়ার বয়েজ ক্লাবের পরিচালক মো. সুজন আকন ও আব্দুল আজিজ। আজও একই মাঠে দ্বিতীয় রাউন্ডের দুটি খেলা অনুষ্ঠিত হবে।