দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী বাঙালি সৈনিকদের মাঝে কম্বল বিতরণ
তথ্য বিবরণী
বৃটিশ সেনাবাহিনীর অধীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী এ দেশের সন্তান এমন ১২ জন প্রাক্তন সৈনিকের প্রতিনিধির হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সচিব মেজর (অব:) পঙ্কজ মল্লিক এ কম্বল বিতরণ করেন।
খুলনা জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের অধীনে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী একজন জীবিত সৈনিক ও ১১ জন মৃত সৈনিকের স্ত্রী জীবিত আছেন। তাদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। আগামীতে এই প্রতিষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র ও ভাতা প্রদানসহ অন্যান্য সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।