January 21, 2025
জাতীয়

দ্বিতীয় দফায় ফিরলেন আরও ১৬৪ বাংলাদেশি

দ্বিতীয় দফায় ভারত থেকে আরও ১৬৪ বাংলাদেশিকে নিয়ে দেশে ফিরেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।

করোনা ভাইরাসের কারণে প্লেন চলাচল বন্ধ থাকায় এসব বাংলাদেশি ভারতে আটকা পড়েন। তারা চিকিৎসা ও ব্যবসায়িক কাজে ভারতে গিয়েছিলেন। এসব নাগরিকদের ফিরিয়ে আনতে বাংলাদেশ উদ্যোগ নিলে ভারত বিশেষ ফ্লাইটের অনুমতি দেয়। তাদের ফিরিয়ে আনতে এগিয়ে আসে বেসরকারি খাতের ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বিমানবন্দর সূত্র জানায়, বোয়িং ৭৩৭-৮০০ যোগে চেন্নাই থেকে ১৬৪ জনকে নিয়ে ইউএস বাংলার বিএস-২১০ ফ্লাইটটি মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় দেশে পৌঁছে। ইমিগ্রেশনে স্ক্রিনিংয়ের পর তারা বিমানবন্দর ত্যাগ করবেন।

যদিও ভারত থেকে যেসব বাংলাদেশি দেশে ফিরেছেন, তাদের করোনা ভাইরাস পরীক্ষা করেই যাওয়ার ছাড়পত্র দেয় কর্তৃপক্ষ। তারপরও প্রয়োজন অনুযায়ী তাদের প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টিনে পাঠানো হতে পারে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম  বলেন, ‘২৫ এপ্রিল পর্যন্ত চেন্নাই থেকে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটে বাংলাদেশিরা দেশে ফিরতে পারবেন।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *