April 20, 2025
করোনাবিনোদন জগৎ

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসাদুজ্জামান নূর

দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। জাতীয় সংসদ ভবন মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. তানীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, রোববার (১৬ জানুয়ারি) তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সোমবার (১৭ জানুয়ারি) সকালে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

সংসদ সূত্রে জানা যায়, মূলত অধিবেশনে যোগদানের জন্য নমুনা পরীক্ষা করান খ্যাতিমান এ অভিনেতা। এরপর তার ফল পজিটিভ এলে সঙ্গে সঙ্গে তিনি বাসায় চলে যান। পরদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানিয়েছেন, আসাদুজ্জামান নূরের শারীরিক অবস্থা বেশ ভালো। তার মধ্যে কোনো জটিলতা প্রকাশ পায়নি। এরপরও বাড়তি সতর্কতার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে ২০২০ সালের ডিসেম্বর মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন আসাদুজ্জামান নূর। সেসময়ও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *