দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ
খবর বিজ্ঞপ্তি
দৌলতপুর সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল বুধবার সকালে স্কুল প্রাঙ্গণে ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজেএ’র চেয়ারম্যান ও দৌলতপুর থানা আ’লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রুমানাই ইয়াসমিন, স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি শেখ মফিজুর রহমান হিরু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, আফিল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আঃ হালিম ও দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমন।
সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দার। স্কুল শিক্ষক ফিরোজা খানমের উপাস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষক মাসুম বিল্লাহ, আশীষ কুমার সরকার, শামসুন্নাহার, রীতেশ বিশ্বাস, বিদায়ী শিক্ষার্থী সামিউল ইসলঅম আলিম, রাফিউজ্জামান রাফি, নবীন ছাত্র ইমতিয়াজ খান ইমন প্রমূখ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করেন ধর্ম শিক্ষক মাওলানা আবুল হোসেন আজাদী।