দৌলতপুরে হৃদয় হত্যা মামলায় কালু বিশ্বাস দু’দিনের রিমান্ডে
দ. প্রতিবেদক
নগরীর দৌলতপুরে রিয়াজুল ইসলাম হৃদয় (১৮) হত্যা মামলায় জড়িত আবুল কালাম ওরফে কালু বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে গতকাল সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত কালু বিশ্বাস পাবলা কারিগর পাড়া এলাকার মৃত আছর বিশ্বাসের পুত্র।
পুলিশ জানায়, হৃদয় হত্যায় জড়িত পূর্বে গ্রেফতার হওয়া আসামীদের আদালতের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী যশোরের অভয়নগর থানাধীন ভাঙ্গাগেট ট্রাক টার্মিনাল এলাকা থেকে রবিবার দুপর ২টায় আসামী আবুল কালাম ওরফে কালু বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। এরপর প্রাথমিকভাবে সে এ ঘটনার সাথে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করে। এরপর তাকে ১০ দিনের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হলে সোমবার পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, পূর্ব শত্রæতার জের ধরে গত ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টা থেকে গত ২৮ আগস্ট বিকেল সাড়ে ৪টার মধ্যে যেকোন সময়ে আসামীরা গোয়ালখালি মেইন রোডস্থ ক্যাডেট মাদ্রাসা এলাকার মশিউর রহমান মশির পুত্র রিয়াজুল ইসলাম হৃদয়কে (১৮) নৃশংসভাবে হত্যা করে। এরপর তার লাশটি দৌলতপুর থানাধীন পাবলা কারিগর পাড়া মাহাতাবের ঘেরের পাশে মতির খালের মধ্যে কচুরিপনার মধ্যে লুকিয়ে রাখে। গত ২৮ আগস্ট দৌলতপুর থানা পুলিশ মতির খাল থেকে লাশটি উদ্ধার করলে নিহতের পরিবার হৃদের লাশ বলে শনাক্ত করে। এ ঘটনায় ভিকটিমের মা মুর্শিদা বেগম গত ২৯ আগস্ট দৌলতপুর থানায় ৩০২/৩৪/২০১ ধারা মোতাবেক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন যার নং ১২।