দৌলতপুরে সন্ত্রাসী হামলায় আহত ১
দ: প্রতিবেদক
নগরীর দৌলতপুর থানাধীন পাবলা এলাকায় জমি-জমা সংক্রান্ত জের ধরে আবুল কালাম আজাদ (৫০) নামে এক ব্যক্তি সন্ত্রাসী হামলা শিকার হয়েছেন। তাকে গুরুত্বর অবস্থায় খুলনা জেনারেল হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। ৪ আগস্ট রাতে তার বাড়ির মধ্যে ঢুকে হামলায় চালায় সন্ত্রাসীরা। হামলায় তিনি গুরুত্বর আহত হন। ওই দিন রাতে তাকে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আবুল কালাম আজাদ বলেন, জমি-জমা সংক্রান্ত জের ধরে ৪ আগস্ট রাত ১১টার দিকে কয়েকজন সন্ত্রাসী তার দৌলতপুর থানাধীন পাবলা এলাকায় তার শ্বশুর বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর আঘাত পান। সন্ত্রাসীরা তাকে মারপিট করে যাওয়ার সময় থানায় অভিযোগ না দিতে হুমকি দিয়ে বলে, পুলিশ এ ঘটনা জানলে তুই আর বেঁচে থাকবি না। আর জমি থেকে খুলে দেওয়া সাইন বোর্ডটি তুই আবার লাগিয়ে দিবি। না হলে পরিবারের সদস্যরাও ভোগান্তিতে পড়বে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক ্আহমেদ জানান, ৪ আগষ্ট গভীর রাতে বিধ্বস্ত অবস্থায় পাবলার বাসিন্দা আবুল কালাম আজাদ অভিযোগ দিতে থানায় এসেছিলেন। আমি তাকে খুব একটা ভাল অবস্থায় দেখিনি। তাই আগে হাসপাতালে গিয়ে চিকিৎসা করার পরামর্শ দেই। সুস্থ হয়ে এসে এ ব্যাপাওে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। ঘটনাটি আমরা মনিটরিং করিছি।