দৌলতপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব একাডেমিক ভবন উদ্বোধন
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান গত শনিবার সন্ধ্যায় খুলনার দৌলতপুর মধ্যডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৭২ লাখ টাকা ব্যয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব একাডেমিক ভবন উদ্বোধন করেন।
এসময় মধ্যডাঙ্গা আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ দাউদ হায়দার, সমাজসেবক শেখ আব্দুল মান্নান, শেখ মজনু, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবনটি নির্মাণ করে।