January 20, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

দৌলতপুরে নিখোঁজের চার দিন পর যুবকের গলিত লাশ উদ্ধার

পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে পুলিশ

দ. প্রতিবেদক
খুলনা মহানগরীর রিয়াজুল ইসলাম হৃদয় (১৮) নামের এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দৌলতপুর থানাধীন কারিগরপাড়া চৌধুরীর বিল এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত হৃদয় খালিশপুর থানাধীন গোয়ালখালী ক্যাডেট মাদ্রাসা এলাকার বাসিন্দা মোঃ মশিয়ার রহমানের ছেলে। সে পড়াশুনার পাশাপাশি একটি কোম্পানিতে মার্কেটিং বিভাগে চাকরি করতো।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, শুক্রবার ৬টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গলিত লাশটি উদ্ধার করা হয়। পরে নিহতের আত্মীয়-স্বজন এসে লাশ রিয়াজুল ইসলাম হৃদয়ের বলে শনাক্ত করেন। হৃদয় গত ২৪ আগস্ট বাড়ী থেকে বের হয়ে আর ফিরে যায়নি বলে জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় খালিশপুর থানায় তারা সাধারণ ডায়েরি করেছিলেন।
তিনি আরও জানান, নিহত হৃদয়ের মাথা থেতলে দেয়া হয়েছে। শরীরে বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে- তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ এখানে ফেলে দেয়া হয়েছে। মরদেহ খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের স্বজনরা জানিয়েছেন, হৃদয় খুব ভাল ছেলে। এলাকায় তার কোন শত্রু ছিল না। তবে সে অন্যায়ের প্রতিবাদ করতো। সে কারণে কারো সাথে পূর্বশত্রুতা থাকতে পারে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *