দৌলতপুরে তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
দ: প্রতিবেদক
মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা করায় দৌলতপুর এলাকার আশা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, সিঙ্গার এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং আমদানিকৃত প্যাকেটজাত খেজুরসহ খাদ্য পন্যে মূল্য উলেখ না করায় সেইফ এন্ড সেইভকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় এবং জেলা কার্যালয়ের সমন্বয়ে পরিদর্শনমূলক বাজার অভিযানে এ জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে পরিচালিত অভিযান দুটিতে সর্বমোট জরিমানার পরিমাণ ৩০ হাজার টাকা।
রমজান মাস উপলক্ষে অভিযান শেষে সচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয় এবং ব্যবসায়িদের মূল্যতালিকা প্রদর্শন করার জন্য অনুরোধ জানানো হয়। অভিযানে সহায়তা ছিলেন কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) খুলনা’র প্রতিনিধি এবং এপিবিএন সদস্যবৃন্দ।