দৌলতপুরে কুরিয়ার সার্ভিসের পার্সেল থেকে বিয়ার উদ্ধার, আটক ২
দ: প্রতিবেদক
খুলনায় জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিস নামক কুরিয়ার সার্ভিসের এক পার্সেল থেকে ৯২ পিস বিয়ার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়ইটার দিকে দৌলতপুর থানাধীন নতুন রাস্তা এলাকার ওই কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন– পারভেজ ওরফে পাভেল (৩০) খুলনা জেলার বটিয়াঘাটা থানার গাওঘরা গ্রামের জি এম মাহাবুবুল কবিরের ছেলে ও মোঃ রায়হান ফরাজী (২৪) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার চালতাবুনিয়া গ্রামের আসাদ ফরাজীর ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুরিয়ার অফিসের সামনে থেকে পার্সেলসহ দুইজনকে আটক করা হয়। পার্সেল থেকে ৯২ পিস বেলজিয়ামের তৈরী গঅঢওগটঝ ঢ–ঝঞজঙঘএ বিয়ার উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।