দৌলতপুরের জামাল হত্যায় মোহন দুই দিনের রিমান্ডে
দ. প্রতিবেদক
খুলনা নগরীর দৌলতপুরে দিয়াশলাই নিয়ে মাদক সেবনকারীদের মারামারিতে জামাল ওরফে টুটে জামাল (৩৫) হত্যা মামলার আসামী ট্রাকের হেলপার মোহন খা’কে (২৯) দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আজ রবিবার মহানগর হাকীম শাহিদুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ জানায়, একটি লাইটারকে কেন্দ্র করে জামালকে হত্যা করা হয়। হত্যার ঘটনায় আসামীদের স্বীকারোক্তিতে হত্যাকান্ডের মূল রহস্য এবং হত্যার সাথে পাঁচজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ পর্যন্ত হত্যার সাথে জড়িত ৫ জনের মধ্যে ৪ জনই আদালতে স্বীকারক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিতে আসামী পশ্চিম সেনপাড়ার রশিদ খা’র পুত্র মোহন খা’কে শুক্রবার (২৪ জুলাই) চাঁদপুর ফেরিঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, মহেশ্বরপাশা খাদ্য গুদামের সর্দার খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য মোঃ জামাল সরদারকে গত ১৪ জুলাই রাতে নিমর্মভাবে কুপিয়ে ও পিটিয়ে রেল লাইনের ওপর ফেলে রাখা হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। এই ঘটনায় নিহতের মা সালেহা বেগম বাদী হয়ে মোঃ আমির হোসেন, বিপ্লব, হিরোসহ আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। (মামলা নং-১২, তাং-১৫/৭/২০)।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ