দোলখোলাস্থ জগন্নাথ সেবা সংঘের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন
খবর বিজ্ঞপ্তি
গতকাল শুক্রবার জগন্নাথ সেবা সংঘ, দোলখোলা, খুলনা’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা শহরের বিভিন্ন মন্দির প্রদক্ষিণ শেষে রাধামাধব মন্দির, ইসকন, সাউথ সেন্ট্রাল রোডে গিয়ে শেষ হয়। উক্ত শোভাযাত্রার উদ্বোধন করেন মহানগর পূজা উদ্যাপন পরিষদ খুলনার সাধারণ সম্পাদক শ্রীপ্রশান্ত কুমার কুণ্ডু।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শ্রী প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্রীকিশোর কুমার দাস, উপদেষ্টা শ্রীপঙ্কজ দত্ত, শ্রীবিষ্ণুপদ সাহা, শ্রীশান্তবৈকুণ্ঠ দাস, শ্রীবৈষ্ণব বলরাম দাস, শ্রীপ্রশান্ত গৌরাঙ্গ দাস, কৃষ্ণ সাহা, শিবুপদ সাহা, মৃণ¥য় বিশ্বাস, প্রসেন মণ্ডল, পল্লব হালদার, গৌতম সাহা, নিলয় সাহা, কুন্তল হালদার প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে ও দুপুরে ভাগবৎ পাঠ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।