January 20, 2025
আঞ্চলিক

দেশ ও জাতি গঠনের একটি সফল বাজেট : আ’লীগ

 

খবর বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ২০২০-২০২১ অর্থ বছরের বাজেটকে দেশ ও জাতি গঠনের একটি সফল বাজেট আখ্যায়িত করে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ, সংসদ সদস্যবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ যখন মহামারী করোনায় আক্রান্ত ঠিক সেই সময়ে বাঙালির ভাগ্যোন্নয়নে দেশ গঠনে করোনা মোকাবেলা করে একটি সাহসি বাজেট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বাজেটে করোনায় ভেঙ্গে পড়া অর্থনীতিকে ফিরিয়ে আনতে বিশেষ বরাদ্দ রেখেছেন তিনি। বাজেটে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য, শিল্প, কৃষি, শিক্ষা, বানিজ্য ও যোগাযোগ ব্যবস্থা সহ সকল সেক্টরের উপর গুরুত্ব দেয়া হয়েছে। এ বাজেটে তৃণমূল জনগোষ্ঠিকে পুন:বাসনে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। এ বাজেটে বিদেশী রেমিট্যান্সের উপর অধিকগুরুত্ব দেয়া হয়েছে। এ বাজেট দরিদ্র জনগোষ্ঠির ভাগ্যোন্নয়নের বাজেট।

নেতৃবৃন্দ আরো বলেন, ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট বাস্তবায়নের মধ্যদিয়েই প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত বাংলাদেশ গঠনে আরো একধাপ এগিয়ে যাবে। নেতৃবৃন্দ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট বাস্তবায়নে সকলকে এগিয়ে এসে উন্নত দেশ গঠন করতে হবে।

বিবৃতিদাতারা হলেন- শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আকতারুজ্জামান বাবু।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *