দেশ এখন উন্নয়নের মহাসড়কে – মন্নুজান সুফিয়ান
দ: প্রতিবেদক
দেশ এখন উন্নয়নের মহাসড়কে চলছে আর চালকের আসনে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই দেশকে আরো উন্নত করতে নেতাকর্মীদের সততার সাথে জনগণের পাশে থেকে কাজ করতে হবে। কল-কারখানায়বেশি উৎপাদন করে এগিয়ে নিতে হবে দেশের অর্থনীতিকে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় খালিশপুরের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী, সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দক্ষিনাঞ্চলের উন্নয়নে অধিক গুরুত্ব দিয়ে প্রকল্প গ্রহন করছে, দেশে অধিক বিদ্যুৎ উৎপাদন করে মিল কলকারখানা চালু রাখছে এ কথাগুলো নেতাকর্মীদের সাধারণ মানুষের নিকট পৌঁছে দিতে হবে।
বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, মহানগর সাধারন সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান।
আব্দুস সাত্তার লিটনের সভাপতিত্বে এবং কামরুজ্জামান বাবলুর পরিচালনায় ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্ধোধন করেন খালিশপুর থানা সভাপতি আলহাজ্ব একেএম সানাউল্লাহ নান্নু। প্রধান বক্তা ছিলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাসার। আরও বক্তৃতা করেন মহানগর নেতা বেগ লিয়াকত আলী, শেখ ফারুক আহমেদ, আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম, শহিদুল ইসলাম, শেখ মোশারফ হোসেন, দৌলতপুর থানার সভাপতি শেখ সৈয়দ আলী, মুন্সি ওয়াদুদ, পারভীন আক্তার প্রমুখ।