দেশে ফিরছেন এন্ড্রু কিশোর
ক্যানসার নিয়ে সিঙ্গাপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে।
গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝিতে তার শরীরে ক্যানসার ধরা পড়ার পর থেকেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
প্রায় ছয় মাস ধরে চলা চিকিৎসায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে গ্লিটজকে জানান তার শিষ্য মোমিন বিশ্বাস।
মোমিন বলেন, “এই মাসের শেষ সপ্তাহের যে কোনও দিন ফিরবেন। তবে চিকিৎসকরা নির্দিষ্ট কোনো তারিখ এখনও বলেননি।”
দেশে ফেরার পরও তার চিকিৎসা কার্যক্রম চলবে; তাকে আবার কবে সিঙ্গাপুরে যেতে হবে তা এখনও নিশ্চিত করে জানাননি।
১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে প্লেব্যাকে যাত্রা শুরু করা এন্ড্রু কিশোর আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেও গো মাটি’, ‘আমার বুকের মধ্যে খানে’সহ অসংখ্য জনপ্রিয় বাংলা গান উপহার দিয়েছেন শ্রোতাদের।