January 20, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

দেশে চিকিৎসা সেবা র‌্যাংকিংয়ে প্রথম স্থানে খুমেক হাসপাতাল

দ. প্রতিবেদক
চিকিৎসা সেবা ব্যবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল র‌্যাংকিংয়ে ১ নন্বরে (প্রথম স্থানে) উঠে এসেছে। প্রয়োজনের তুলনায় অর্ধেক জনবল নিয়ে করোনাসহ সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের চিকিৎসকদের। অবিলম্বে সেটআপ অনুযায়ী সকল শূন্যপদে জনবল নিয়োগের জোর দাবী জানিয়েছে এলাকাবাসী।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মুন্সী মোঃ রেজা সেকেন্দার জানান, স্বাস্থ্য মহাপরিচালকের এমআইএস শাখা প্রতিমাসে স্বাস্থ্যসেবার মান নির্নয়ের মাধ্যমে দেশের ১৪টি মেডিকেল কলেজ হাসপাতালের র‌্যাংকিং নির্নয় করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল গত জুলাই মাসে র‌্যাংকিংয়ে ১৪ নন্বরেছিল। স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য তিনি চিকিৎসকসহ সকল কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিক মহলের সহায়তা নেন। সবার সহযোগীতায় আগস্ট মাসে র‌্যাংকিং ৬ষ্ঠ স্থানে উঠে আসতে সক্ষম হয়। সবার প্রচেষ্টায় গত মাসে অর্থাৎ সেপ্টেন্বর মাসে ৬৩ দশমিক ২৬ পয়েন্ট পেয়ে প্রথম স্থানে উঠে আসে এক সময়ের ঝিমিয়ে পড়া স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।
তিনি আরও জানান, হাসপাতালে চিকিৎসকসহ জনবল অনেক কম। মঞ্জুরীকৃত চিকিৎসকের পদ ২৬৯ জনের স্থলে চিকিৎসক রয়েছে ১২৫ জন। বর্তমান চিকিৎসকের শূন্যপদ রয়েছে ১৪৪ টি। নার্স ৪৮৫ জনের পদে রয়েছে ৪৬০জন। তৃতীয় শ্রেনীর কর্মচারী ৭৪ জনের স্থলে রয়েছে ৩৬ জন, ৩৮ টি পদ শূন্য রয়েছে। চতুর্থ শ্রেনীর কর্মচারীর শূন্যপদে রয়েছে ১০৯ জনে স্থলে ৮৯ জন, শূন্য পদ রয়েছে ৩০টি। আউট সোর্সি জনবল রয়েছে ৩৩১ জন। প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম চিকিৎসক নিয়ে স্বাস্থ্যসেবা মান যথাযথ রাখা অনেক কঠিন বলে তিনি জানান।
তিনি গত ২ সেপ্টেন্বর খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কাছে জনবলের হালনাগাদ তথ্য প্রেরণ করে জনবল পূরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রেরষ করেছেন বলে জানিয়েছেন। সেটআপ পূরণসহ অবকাঠামো উন্নয়ন হলে এ হাসপাতাল দেশের মধ্যে একটি মডেল হাসপাতাল হিসাবে গড়ে তুলতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। অন্যদিকে অবিলন্বে সেটআপ অনুযায়ী সকল শূন্যপদে জনবল নিয়োগের জোর দাবী জানিয়েছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্থানীয়রা।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *