দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙায়
দক্ষিণাঞ্চল ডেস্ক
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চুয়াডাঙ্গায় দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার সেখানে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, সাধারণত ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকলে সেটিকে শৈত্যপ্রবাহ বলা হয়।
অধিদপ্তরের পূর্ভাভাসে উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রায় দেখা গেছে, রাজশাহীতে সর্বনি¤œ তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮, ঈশ্বরদীতে ১০ দশমিক ৩, বগুড়ায় ১১ দশমিক ৩, বদলগাছিতে ১০ দশমিক ৩, তাড়াশে ১১, রংপুরে ১০ দশমিক ৩, দিনাজপুরে ১০ দশমিক ৫, সৈয়দপুরে ১১ দশমিক ৪, তেঁতুলিয়ায় ১০ দশমিক ১, ডিমলায় ১০ দশমিক ৫, রাজারহাটে ১০ দশমিক ৮, সাতক্ষীরায় ১১, যশোরে ৯, চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান জানিয়েছেন, মৃদু শৈত্যপ্রবাহ কয়েকদিন অব্যাহত থাকতে পারে।