November 23, 2024
আঞ্চলিক

দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের

নগর আ’লীগের বর্ধিত সভায় সিটি মেয়র

 

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে একাত্তরের পরাজিত শক্তিরা বসে নেই, তারা অনবরত চক্রান্ত করে যাচ্ছে। দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থেকে এসব সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে। দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। তাই আমাদের নগরীর প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সবাইকে সতর্ক থাকতে হবে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বর্ধিত সভা পরিচালনা করেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। বর্ধিত সভায় আরও বক্তৃতা করেন নগর আ’লীগ নেতা কাজী এনায়েত হোসেন, মো. আশরাফুল ইসলাম, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, মো. সফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল, ফেরদৌস হোসেন লাবু, জামিরুল হুদা জহর, মফিজুর রহমান জিবলু, খ. ম. লিয়াকত।

এ সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, জামাল উদ্দিন বাচ্চু, শেখ ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবীর, শেখ মো. আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মাহবুবুল আলম বাবলু মোল্লা, শেখ সৈয়দ আলী, কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম বন্দ, এস এম আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাষ, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, মো. মোতালেব মিয়া, অধ্যা. ইঞ্জিঃ আব্দুল জব্বার, এ বি এম আদেল মুকুল, শেখ শাহজালাল হোসেন সুজন, এ্যাড. ইব্রাহীম খলিল ইমন, কাউন্সিলর কাজী আবুল কালাম বিকু, কাউন্সিলর সাহিদা বেগম, কাউন্সিলর এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর পারভীন আক্তারসহ নগরীর সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

বর্ধিত সভায় আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সন্ত্রাস ও উগ্রমৌলবাদ, সনাতন ধর্মালম্বীদের বাড়িতে হামলা, মন্দির ভাংচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে ‘সম্প্রীতি মিছিল’ করার সিদ্ধান্ত গৃহীত হয়। নির্ধারিত সময়ে নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যথাসময়ে রুপসা ট্রাফিক মোড়ে উপস্থিত হওয়ার জন্য আহŸান জানানো হয়। এছাড়াও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ওয়ার্ড আ’লীগের মিছিল সাথে অংশগ্রহণ করার আহŸান জানানো হয়। অনুরুপভাবে খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা আওয়ামী লীগ নিজ নিজ এলাকার প্রতিটি ওয়ার্ডে সম্প্রীতি মিছিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *