দেশের মানুষ চরম নিরাপত্তাহীন অবস্থায় বসবাস করছে : মঞ্জু
খবর বিজ্ঞপ্তি
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বর্তমানে দেশের মানুষ চরম নিরাপত্তাহীন অবস্থায় বসবাস করছে। চারিদিকে ভয়, শঙ্কা আর আতঙ্ক নিয়েই মানুষ এখন অনিশ্চিত জীবন যাপন করছে। দেশে ধারাবাহিক হত্যাকান্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি প্রকাশ করে।
গতকাল সোমবার বিকালে ৩১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে হাজী আঃ মালেক সালেহীয়া দারুল সুন্নত দাখিল মাদ্রাসা ও এতিমখানার শীতার্ত ছাত্রদের মধ্যে বস্ত্র কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন আরিফুজ্জামান অপু, মোঃ জালু মিয়া, আফসার মাষ্টার, এইচ এম আসলাম, একেএম সেলিম, মাওলানা আবুল কালাম আজাদ, শহিদুল ইসলাম, আলম হাওলাদার, জিএম মাহাবুব, বাবুল রানা, শহিদুল ইসলাম রিয়াজ, জাহাঙ্গীর হোসেন দুলাল, আসাদুজ্জামান, সাখায়েত হোসেন, মোঃ মঈনুল ইসলাম কিরণ, গফুর মিয়া, সেলিম হোসেন মন্টু, মোঃ টুকু, মিজানুর রহমান, বেলাল হোসেন, ইয়াকুব আলী, আবু তালেব, গোলজার হোসেন ভূট্টো, মোঃ ইবাদুল, সুমন, রেজাউল, মোঃ লোকমান, মোঃ কাবুল, নুর ইসলাম, সাদ্দাম হোসেন, জুয়েল, হেলাল, খোকন, আঃ হাই, হায়দার, শহিদুল ইসলাম প্রমুখ।