দেশজুড়ে ষড়যন্ত্র হচ্ছে : শামীম ওসমান
দক্ষিণাঞ্চল ডেস্ক
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান বলেন, দেশজুড়ে ষড়যন্ত্র হচ্ছে। নারায়ণগঞ্জও এর থেকে আলাদা না। ওই ষড়যন্ত্রের সঙ্গে স্থানীয় ষড়যন্ত্রের যোগ হয়েছে। এর পেছনে টাকাও রয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের পঞ্চবটিতে আকবর টাওয়ারে ফতুলা থানা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, আগামী ৭ সেপ্টেম্বর চাষাঢ়া শহীদ মিনার বা এর আশেপাশে যে সমাবেশের আয়োজন করা হবে, সেখানেই সব কিছুর বক্তব্য দেওয়া হবে। এতে করে যারা নারায়ণগঞ্জকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের বুক থর থর করে কাঁপবে। সমাবেশে লাখ লাখ মানুষ আসবে। যা দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গর্ববোধ করবেন।
তিনি বলেন, ২০০৬ সালের ২৬ ডিসেম্বর আমি নারায়ণগঞ্জ এসেছিলাম। তখন অনেকেই অনিশ্চয়তায় ছিলেন। সেদিন লাখ লাখ মানুষের সমাবেশ ঘটেছিল। সে রাতেই সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ আমাকে গ্রেফতার করতে ঘেরাও করেছিল। তখন আপনাদের মতো হাজার হাজার মানুষ খেয়ে না খেয়ে আমাকে ১৭ দিন পাহারা দিয়েছিলেন। তাই আমি সবাইকে অনুরোধ করবো- কারো ডাকের অপেক্ষায় না থেকে সমাবেশে যোগ দিবেন।