দেবহাটা বনায়ন ও বন সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা ম্যানগ্রোভ সিলভিকালচারের আয়োজনে বিভিন্ন প্রজাতির নার্সারি, বনায়ন ও বন সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সবুজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ দেন খুলনা ম্যানগ্রোভ সিলভিকালচারের বিভাগীয় কর্মকর্তা ড. আ স ম হেলাল সিদ্দীকি।
প্রশিক্ষণকালে বক্তারা বলেন, মুজিববর্ষে সকলকে কমপক্ষে একটি করে গাছ রোপণ করতে হবে। গাছ হলো আমাদের প্রকৃত বন্ধু এবং সন্তানের মতো। সন্তানকে যেমনভাবে লালন পালন করে বড় করি, তেমনি গাছকেও পরিচর্যা করে বড় করতে হবে। পরিকল্পিতভাবে গাছ লাগাতে পারলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। একটি দেশে ২৫ শতাংশ বনভূমি থাকার দরকার। আমাদের দেশে মাত্র ১৬ শতাংশ বনভূমি রয়েছে। সুন্দরবন এই অঞ্চলের মানুষকে রক্ষা করে চলছে। বেশি করে গাছ রোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণে উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নার্সারি মালিক সমিতির প্রতিনিধি ও বৃক্ষের সাথে সংশ্লিষ্ট উপকারভোগীরা অংশ নেন।