December 22, 2024
আঞ্চলিক

দেবহাটা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তফার পথসভা

 

দেবহাটা প্রতিনিধি: আসন্ন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড স.ম গোলাম মোস্তফা শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ ও  পথসভা করেছেন। তিনি উপজেলার দেবহাটা, টাউনশ্রীপুর, ঘলঘলিয়া, ভাতশালা বাজার, সখিপুর বাজার, সুশীলগাতী সহ বিভিন্ন এলাকার সাধারণ পথচারী ও দোকানদারদের মাঝে পথসভা করেন। পথসভায় উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী এড স.ম গোলাম মোস্তফা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশে^র কাছে পরিচিতি লাভ করেছে উন্নয়নশীল দেশের কাতারে। বর্তমান সরকারের সময়ে গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। গোলাম মোস্তফা তিনি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে দেবহাটা উপজেলার উন্নয়নের কথা উল্লেখ করে তার সময়ের উন্নয়নের সেই ধারাবাহিকতা রাখতে তিনি দেবহাটা সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন। এসময় গোলাম মোস্তফার সাথে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *