দেবহাটায় দু’দিনব্যাপি আর্ন্তজাতিক নারী দিবসের মেলার সমাপনী
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতায় নতুন বিশ^ গড়ো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দুই দিন ব্যাপি নারী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় উপজেলা মুক্ত মঞ্চে আলোচনা সভা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। সকাল সাড়ে ১১ টায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে বিকাল সাড়ে ৩ টায় উপজেলা মুক্ত মঞ্চে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সার্বিক সঞ্চালনায় ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরন ও প্রশিক্ষনপ্রাপ্ত ২১ জন মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও সনদপত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, দেবহাটা কলেজের অধ্যক্ষ আনিসুজ্জামান কালাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ আসাদুল ইসলাম। এসময় উপস্তিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিট, কেবিএ কলেজের প্রভাষক আবু তালেব, আইডিয়ালের পরিচালক নজরুল ইসলাম, কিশোরী প্রকল্পের কো-অডিনেটর শাপলা পারভিন প্রমুখ।